সংবাদদাতা, নাটোর: নাটোরের সিংড়ায় রাস্তার পাশে বালু উত্তোলন করতে গিয়ে মাটি ধসে শফিকুল ইসলাম (৩২) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। সে ধাপ কুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহান ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের বেলগাড়ি মসিন্দা গ্রামে।
জানা যায়, রাস্তার সংস্কার কাজের অংশ হিসেবে রাস্তার পাশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় বালু উত্তোলনের পুরনো পয়েন্টে প্রকৃতির ডাকে গর্তে নামে শ্রমিক শফিকুল। এসময় মাটি ধসে শ্রমিক নিহত। পরে তাঁকে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে বালুর গর্ত ধসে পড়ায় সন্দেহ হয় অনেকের। এক পর্যায় সেখানে তাঁর লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়।