বাহিরের দেশ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িতে আটকাপড়ে প্রচণ্ড গরমে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবা বাংলাদেশী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিডনির স্থানীয় সময় বেলা ৩টায় গ্ল্যানফিল্ডের রেলওয়ে প্যারেডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা সেখানে পৌঁছলেও তার আগেই মৃত্যু হয় শিশুটির।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, শিশুটির বাবার কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
এটা বোঝা যাচ্ছে যে শিশুটি সারাদিন গাড়িতে ছিল, যেটি একটি ব্যস্ততম রাস্তায় একটি দোকানের বাইরে রাস্তায় পার্ক করা ছিল।
এদিকে, শিশুটির বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি সকালে তার সন্তানকে গাড়িতে রেখে ভুলে চলে গিয়েছিলেন।
সিডনি গ্রিনফিল্ড এলাকায় বৃহস্পতিবার ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।