নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে আজ বুধবার (২৫ আগস্ট) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ কবির হোসেন(২৩) কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণচর এলাকার আবদুর রহিমে ছেলে এবং অপর আসামী শ্রী রাজেন দেবনাথ(২২) একই এলাকার শ্রী দুলু নাথ এর ছেলে।
র্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে করে অভিনব পদ্ধতিতে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।