300X70
মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুশাসন-ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে লবিস্ট নিয়োগ করে আ.লীগ: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৫, ২০২২ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগ সুশাসন ও দেশের ইতিবাচক ভাবমূর্তির তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু আপনার-আমার ঝগড়ায় যখন দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়, তখন খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ভাবমূর্তির তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। যুদ্ধাপরাধীদের শাস্তি যাতে না হয়… তারা যখন লবিস্ট নিয়োগ করেছিল- এদের শাস্তি হবে না।’

‘তখন আওয়ামী লীগ সেই ভুল ধারণা বদলাতে… আমরা বলি এটা পিআর ফার্ম… নিয়োগ করেছিল সরকার’ যোগ করেন ড. মোমেন।

তিনি বলেন, ‘এগুলো অনেক দিন ধরেই আছে, নতুন না। এরশাদের সময় থেকেই এগুলো প্রচলিত আছে। কাল আমি এগুলো (নিয়ে) কিছুটা বলবো।’

বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ড. মোমেন বলেন, ‘আমাদের আগে আপনারা জানতে পারলেন না কেন? আপনারা মিডিয়ার লোক, আপনাদের এগুলো বেশি জানা উচিত। আমরা তো কারও পেছনে লেগে থাকি না।’

শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করতে মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া চিঠি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ইউএন (জাতিসংঘ) যখন শান্তিরক্ষী লোক নেয়, তারা যাচাই-বাছাই করেই নেয়। সুতরাং আমরা এই নিয়ে খুব চিন্তিত না।’

 

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর