চট্রগ্রাম ব্যুরো : চট্টগ্রাম থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা পত্রিকার সেরা কবি সম্মাননা পেলেন ফেনীর কবি গাজী আরিফ মান্নান।
তিনি শূন্য দশক থেকে লেখালেখি করলেও ব্যস্তজীবনে খুব বেশি সময় বের করতে পারেননি, তবে পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপাশি বিগত কয়েক বছর বেশ দাপুটে লেখক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ নানান বই, ম্যাগাজিনে, বিশেষ করে ছড়া-কবিতা, রম্য ও শিশুতোষ গল্পে, এছাড়াও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।
তিনি বলেন দীর্ঘদিন যাবত লেখালেখি করে আসছি, অবসর সময়টা পুরোদমে লেখালেখিতে কাজে লাগিয়েছি, এটাকে সাহিত্যের নেশা বলা যেতে পারে। সময়ের পরিক্রমায় আমার রচিত সাহিত্যকে পাঠকের কাছাকাছি নিয়ে যেতে চাই। আজকের এই অর্জন নিঃসন্দেহ আমার লেখালেখির ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং আমাকে লেখালেখি তথা সাহিত্য জগতে আবদান রাখতে আরো অনুপ্রাণিত করবে। এই পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রায় পাঁচশত লেখা রচিত হয়েছে, আগামীতে একক ছড়ার বই “রাঙাপরীর দেশে” ও “শেখ মুজিবের বাংলাদেশ” এবং কবিতার বই “ভালোবাসার গল্প-কবিতা” প্রকাশের অপেক্ষায় রয়েছে।