প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্বতন্ত্র মেয়রপ্রার্থী আমজাদ হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২০ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। সৈয়দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৈয়দপুর পৌরসভার টানা চার বার মেয়র নির্বাচিত হওয়া ছাড়াও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ছিলেন আমজাদ হোসেন সরকার।