300X70
শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীর ‘প্রকৃতির ছন্দ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ

আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি


বাঙলা প্রতিদিন ডেস্ক : “নিরীক্ষাধর্মী শিল্প সৃজনে যে কজন শিল্পী নিয়োজিত, ইসমাইল চৌধুরীর কাজ তাদের মধ্যে অন্যতম। বিষয়বস্তুর সহজ উপস্থাপন আর চমকপ্রদ রঙ বিন্যাসের দক্ষতায় তাঁর চিত্রকে স্বতন্ত্র ও অভিনব করেছে”।– লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

“শিল্পী ইসমাইল চৌধুরী একজন শিল্পীর প্রখর দৃষ্টি ভঙ্গি, অনুভব, জগতের সর্বক্ষেত্রেই যে সব সুন্দর-অসুন্দর বিষয় আছে তা নিজের উপলব্দিতে এনে নিজের শিল্পসৃষ্টির প্রেরনা আবিস্কার করেন-ক্যানভাসকে নানান উপদানে বিধৃত করেন। শিল্পী ইসমাইল অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে তাঁর আবিস্কৃত ফসল নিয়ে প্রদর্শনী করে শিল্পবোদ্ধা, শিল্প রসিক এমন কি সাধারণ দর্শককেও মোহিত করতে পারেন”।

– এমিরিটাস অধ্যাপক হাশেম খান, দেশবরেণ্য চিত্রশিল্পী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং নানাভাবে পৃষ্টপোষকতার মাধ্যমে চারুশিল্পীদের উতসাহিত করতে প্রতিবছরই জাতীয় পর্যায়ে ভাস্কর্য প্রদর্শনী, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী, আর্টক্যাম্পসহ নানা আয়োজন করে থাকে।

একইসাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছরই বিশিষ্ট চারুশিল্পীদের পৃষ্টপোষকতা ও সহযোগিতার মাধ্যমে একক প্রদর্শনীর আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীর একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, নেপাল, ভূটানসহ বিভিন্ন দেশে প্রায় অর্ধশতাধিক একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পী ইসমাইল চৌধুরী। দেশের বরেণ্য ও গুণী চারুশিল্পীরাও চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীকে নিয়ে বলেছেন-“ তাঁর শিল্পকর্মের সামনে দাড়িয়েঁ প্রতিটি দর্শকই নিজের অজানা জগতকে খুজেঁ পান, বেঁচে থাকার ও নিজেকে আলোকিত করার সার্থকতা বুঝতে পারেন”।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীর “প্রকৃতির ছন্দ” শীর্ষক ৫০তম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায়, একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
এরপর শিল্পী ইসমাইল চৌধুরী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন-
“আমি অনেক খুশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ধরনের একটি আয়োজন করেছে। ইচ্ছে ছিল বাংলাদেশেই শিল্পকলা একাডেমির আয়োজনে এই ৫০ তম প্রদর্শনী হোক”।

এই বছরেই আরো তিনটি প্রদর্শনী জাপানে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করে তিনি বলেন, “আমার প্রথম একটি চিত্রকর্মের প্রদর্শনী হয় সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডের লতাপাতা দেখে সেই আবহ আমাকে বিমোহিত ও উৎসাহিত করেছিলো। ২০০২ সালে আমার প্রথম একক প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে।” পরে একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দেশবরেণ্য চিত্রশিল্পী এমিরিটাস অধ্যাপক হাশেম খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন -“এই প্রদর্শনীর মাধ্যমে তার পাশে থাকার চেষ্টা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আমরা চারুকলার যেসব ছবি দেখি সেখান থেকে ভিন্ন আঙ্গিকে ছবি আঁকেন ইসমাইল। ছবি দেখলে খুব চেনা মনে হবে, কিন্তু প্রকৃতির সেই চিত্রেই নানান কথা বলেছেন তিনি। আনন্দ, হাসি কান্না, জীবনবোধ, প্রকৃতির প্রতি তার ভাবনা আবিস্কার করেছেন চিত্রকর্মগুলোতে”।

১৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ সপ্তাহব্যাপী জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে এই প্রদর্শনী চলবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। তিনি বলেন “সবুজের প্রতি আরাধনায় আমাদের আন্দোলিত করে। সেই ছন্দই ফুটে ওঠে ইসমাইল চৌধুরীর চিত্রকর্মে”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ” প্রকৃতি আমাদের অনস্বীকার্য একটি অংশ৷ সেই প্রকৃতির স্বরুপ তুলে ধরেছেন শিল্পী”।

শিল্পীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন – “মুক্তিযুদ্ধের সময় এই শিল্পীরাই অসামান্য ভুমিকা রেখে, যুদ্ধে জয় সহজ করেছিলেন”। অনেকে শিল্পকে ধর্মের বিরুদ্ধে ব্যবহার করছে, তার প্রতিবা দ জানান মহাপরিচালক। একটি নান্দনিক, স্মর্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রদর্শনী আগামিকাল ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে হুয়াওয়ে ও ক্লাউড কনভয়

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়েছেন ৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬০০ জন

জার্মানীর নোবিলিয়া এবং ইতালির স্মেগ নিয়ে আসলো পেন্টহাউস লিভিংস

চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে ইসলামী ব্যাংকের মতবিনিময় ও গ্রাহক সমাবেশ

ইরেজারে বিষাক্ত রাসায়নিক: স্বাস্থ্য ঝুঁকিতে শিশু!!

এক লক্ষ গবাদি পশু বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে “ডিএনসিসি ডিজিটাল হাট” এর যাত্রা শুরু

আজ থেকে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু

বাংলাদেশের চাই ৪৭১ রান, ভারতের চাওয়া ১০ উইকেট

৫৬ জাতের ফল বাগানে আম ও চারা বিক্রি করে কোটিপতি মাসুদ

ব্রেকিং নিউজ :