অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি তার হেড অফ এসএমই ব্যাংকিং, সৈয়দ আবদুল মোমেনকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উপ-ব্যবস্থাপনা পরিচালক) পদে পদোন্নতি দিয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানা গেছে।
মোমেন ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়ে দু’বছর ব্যাংকটির টেকনোলজি বিভাগে কাজ করেন। এরপর তিনি দুই বছরের বিশেষ দায়িত্বে ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে যান এবং সেখানে হেড অফ অপারেশন্স ও পরবর্তীতে চীফ অপারেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ব্র্যাক ব্যাংকে ফিরে এসে তিনি এসএমই কালেকশন প্রজেক্টের প্রধান হিসাবে এসএমই ব্যাংকিং বিভাগে যোগদান করেন। ২০১০ সালের জুলাই মাসে, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হওয়ার পর, তিনি এসএমই ব্যাংকিং বিভাগের ক্ষুদ্র ব্যবসায় (স্মল বিজনেস) বিভাগের প্রধান হিসাবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি পুরো এসএমই ব্যাংকিং বিভাগের দায়িত্ব পান।
তাঁর নেতৃত্ব এসএমই ব্যাংকিং বিভাগে নতুন করে উদ্দীপনা, উদ্ভাবনী চর্চা এবং উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় যার ফলে ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগ ধারাবাহিকভাবে ব্যবসায়িক বৃদ্ধি এবং নিত্য নতুন মাইলফলক অর্জনে সক্ষম হয়।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “গত কয়েক বছরে মোমেন আমাদের এসএমই ব্যবসাকে এক নতুন উচ্চতায় পৌছে দিয়েছেন। তার কারণে আমাদের লোন পোর্টফোলিও যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি উন্নত হয়েছে পোর্টফোলিওর মান এবং আমানত। ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রত্যেকেই ব্যাংকে তাঁর দায়িত্বের পরিধি বাড়াতে পেরে সন্তুষ্ট।”
মোমেন ১৯৯৯ সালে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে, যা ২০০০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অধিগ্রহণ করে। মোমেন লন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কমিউনিকেশন্স অ্যান্ড আইটি বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন।
পুরো ব্যাংকিং খাতে সৈয়দ আবদুল মোমেন এসএমই ব্যাংকিং-এর উপর তার জ্ঞান এবং দক্ষতার জন্য বেশ সুপরিচিত।