নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সোনালী ব্যাংক শাখার অফিসার ক্যাশ মো: আজিজুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার উদ্যোগে রবিবার (২ অক্টোবর) বিকালে ওই ব্যবস্থাপকের কার্যালয়ে শাখার অফিসার ক্যাশ মো: আজিজুল হকের এ বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহা: শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র অফিসার তৌহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রবিউল ইসলাম, সিনিয়র অফিসার শফিউল ইসলাম প্রমুখ।
দায়ী বক্তব্যে অফিসার ক্যাশ মো: আজিজুল হক বলেন, প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের সামর্থ অনুযায়ী কাজ করেছি। সততার সাথে সোনালী ব্যাংকেই কাজ করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, অফিসার ক্যাশ মো: আজিজুল হক সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা হতে রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ এ সোমবার পূর্বাহ্নে যোগদান করবেন।