বাহিরের দেশ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাযান প্রদেশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন।
জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় এ হামলার ঘটনায় ঘট বলে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে।
হামলার ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন।
ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
এ সময় হুতিদের দু’টি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে জোট বাহিনী।
এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মতো অন্য দেশের নাগরিক আহত হলেন।
গত সোমবার সৌদি জোটের সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে নজিরবিহীন হামলা চালায় হুতিরা। এতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন।
এ হামলার জেরে ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
হুতিরা ইয়েমেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখলে নেয়। ওই সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে হুতিদের ওপর হামলা চালিয়ে আসছে এই জোট।