সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে চলছিল শিক্ষার্থীদের খাবারের বিরতি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় বিদ্যালয়টিতে ঠিকাদারি কাজের জন্য রাখা একটি পিকআপ। এ সময় ঘটনাস্থলেই এক ছাত্রী নিহত হয়।
এছাড়া এক শিক্ষকসহ আহত হয় আরও চার থেকে পাঁচ জন। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফাতেমার।
আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো—বিদ্যালয়টির প্রথম শ্রেণির ছাত্রী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষক উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই পিকআপটি বিদ্যালয় কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের মাঠেই রাখা হতো পিকআপটিকে। আজ সোমবার সকালে খাবার বিরতির সময় মাঠে যায় শিক্ষার্থীরা। এ সময় চালক গাড়িটিকে মাঠ থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। এ ছাড়া শিক্ষক ফাতেমাসহ আরও চার থেকে পাঁচ জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা নামের ওই শিক্ষকও মারা যান।
এ সময় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা বিদ্যালয়টি থেকে সরে যান। তবে, গাড়িটির চালককে আটক করতে সক্ষম হন এলাকাবাসী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।