নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনার সংক্রমণের ঝুঁকি নেই। তবে শিক্ষক-অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজে সংক্রমণ ছাড়ানোর আশংকা এখনো মনে হয়নি, তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাসের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে চলার অভ্যাসও গড়ে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে, তবে অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোন শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।