বাহিরের দেশ ডেস্ক: বিছানায় শয্যাশায়ী স্ত্রী ও মানসিকভাবে অসুস্থ পুত্রবধূকে হত্যা করেছেন ৯০ বছরের এক বৃদ্ধ। পুলিশের কাছে সেই হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন তিনি।
ভারতের মুম্বাইতে এই ঘটনা ঘটে বলে মেঘওয়াড়ি থানার সিনিয়র ইন্সপেক্টর সঞ্জীব পিম্পলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেঘওয়াড়ি এলাকার একটি বাড়িতে দুই নারীর লাশ পাওয়ার পর একমাত্র জীবিত সদস্য পুরুষোত্তম সিংয়ের ওপর সন্দেহ গিয়ে পড়ে। তিনদিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে পুরুষোত্তম সিং।
কেন এই ঘটনা ঘটিয়েছেন জানতে চাইলে পুরুষোত্তম সিং পুলিশকে বলেন, তার মৃত্যুর পর শয্যাশায়ী স্ত্রী ও মানসিকভাবে অসুস্থ পুত্রবধূর কী হবে ভেবে তিনি সব সময় উদ্বিগ্ন থাকতেন। এক সময় মানসিক চাপ থেকে তাদের হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।