300X70
শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘টাকা না পেয়ে পিসিসিইউ থেকে বের করে দেওয়ার’ পর শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৭, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বিল পরিশোধ করতে না পারায় পিসিসিইউতে চিকিৎসাধীন যমজ দুই শিশুকে বের করে দেওয়ার পর অন্য হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘আমার বাংলাদেশ হসপিটাল’-এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।

মারা যাওয়া ছয় মাসের ওই শিশুর নাম আহমেদ। অসুস্থ অপর শিশু আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি রয়েছে।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে তারা সাভার রেডিও কলোনিতে থাকে। শিশুদের বাবা মো. জামাল সৌদি প্রবাসী।

শিশু দুটির মা আয়েশা বেগম জানান, তার যমজ শিশু আব্দুল্লাহ ও আহমেদকে ঠান্ডা, জ্বরজনিত কারণে গত ৩১ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তেমন কোনো উন্নতি না হওয়ায় ২ জানুয়ারি যমজ দুই সন্তানকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে সাভার বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হন।

তিনি জানান, এ সময় অ্যাম্বুলেন্স চালক তাকে বলেন- শিশু দু’টি তো খুবই অসুস্থ, সামনে একটা ক্লিনিক আছে সেখানে নিয়ে যান। কম খরচে সেখানে চিকিৎসা পাওয়া যাবে। সেই অ্যাম্বুলেন্স চালকের কথাতে শিশু দু’টিকে নিয়ে যান ‘আমার বাংলাদেশ হসপিটালে’। সেখানে শিশুদের চিকিৎসা চলতে থাকে।

আয়েশা বেগম জানান, তিন দিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিল দেখায় ১ লাখ ২৬ হাজার টাকা। ওই টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে এত টাকা কোথা থেকে দেবো বললে তারা দুর্ব্যবহার করে।

তিনি বলেন, এর একদিন পরই বলে দেড় লাখ টাকা বিল হয়েছে। পরে তিনি ৪০ হাজার টাকা তাদের বিল পরিশোধ করেন। আজকে (বৃহস্পতিবার) তারা পুরো বিল দেওয়ার জন্য আবার চাপ দিতে থাকে। সেই সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে।

আয়েশা বেগম জানান, ‘একপর্যায়ে শিশু দু’টিকে হাসপাতাল থেকে বের করে দেয়। যমজ দুই শিশুকে একটি অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নেওয়ার পথে আহমেদ রাস্তায় মারা যান।’

‘আমার বাংলাদেশ হসপিটাল’-এর পরিচালক মো. শোয়েব খানের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘ওই মহিলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। ওই মহিলার দু’টি যমজ বাচ্চাকে আনুমানিক চার দিন আগে হাসপাতালের ভর্তি ফি ৫০০ টাকা ছাড়াই ভর্তি করা হয়। তখন মহিলার কাছে কোনো টাকা ছিল না।’

তিনি বলেন, ‘যমজ শিশু দুটি ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তাদের হাসপাতালে পিসিসিইউতে রাখা হয়। সেখানে প্রতিদিন আনুমানিক একটা শিশুর পেছনে খরচ ৫ থেকে ৬ হাজার টাকা। প্রতিদিন ডাক্তারের ফ্রি আছে। নানা রকম খরচ আছে। সে (শিশুদের মা) কিছুই আমাদের দেয়নি।’

শোয়েব খান বলেন, ‘একপর্যায়ে তার কাছে টাকা চাওয়া হলে, সে বলে আজ দিচ্ছি কাল দিচ্ছি। আজকে দুই শিশুকে ছাড়পত্র দিয়ে মায়ের কাছে হস্তান্তর করা হয়। তখন যমজ দুজনেই মোটামুটি ভালো ছিল এবং অ্যাম্বুলেন্স ঠিক করে অক্সিজেনের মাধ্যমে ঢাকা মেডিকেল পাঠানো হয়।’

পাঁচ দিন শিশু দুটির চিকিৎসা দেওয়া হয়েছে। একটি টাকাও তার মায়ের কাছ থেকে নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাসপাতাল পরিচালক বলেন, ‘টাকা না দেওয়ার কারণে শিশু দুটিকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। শিশু দুটির মধ্যে এক শিশুর অবস্থা খুবই খারাপ ছিল।’

এদিকে মোহাম্মদপুর থানার এএসআই আশরাফুজ্জামান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বুধবার ওই যমজ শিশু দুটির মা থানায় গিয়ে মৌখিক অভিযোগ করলে আমরা ওই হাসপাতালে গিয়ে জানতে পারি তিনি কোনো টাকা দিতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে আসি মানবিক দিক বিবেচনা করে একটি ব্যবস্থা নিতে।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুই শিশুর একজন রাস্তায় মারা যায়। আব্দুল্লাহ নামে অপর এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :