নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ব্যবসায়ীদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। চোখ মুছতে মুছতে এক ব্যবসায়ী বলেন, এখানে শুধু আমার না সবার শেষ। আমি ভিখারি হইয়া গেছি ভাই, আমার সব শেষ। আমার আর কিছু নাই।
ওই ব্যবসায়ী বলেন, গত কয়েকদিনের বেচাকেনা, স্টাফদের বোনাস সব টাকা পয়সা মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি শুধু চাবি নিয়ে বের হয়েছি। আমি স্বপ্ন শেষ।
শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এই আগুনের খবর পলাশী ফায়ার সার্ভিস পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে।
এদিকে, আগুনের খবর শুনের নিউমার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে এসেই কান্না করছেন তারা। তাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।