নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মাসে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে স্বাধীনভাবে কেনাকাটার সুযোগ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাত্র ৫৩০০ টাকায় ২৬ টি আকর্ষনীয় ডিজাইনের নোজপিন নিয়ে একটি স্পেশাল স্কীম! নিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।
আরও থাকছে ২৬০০০/- টাকায় ২৬ টি ভিন্ন ভিন্ন ডিজাইনের সেট! এছাড়াও অনলাইনে সকল ডায়মন্ড জুয়েলারির উপর পাচ্ছেন ২৬% ফ্ল্যাট ডিসকাউন্ট । এ সুবিধা থাকছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
স্বাধীনতা অফারে আরো রয়েছে, প্রতিটি শোরুমে ডায়মন্ড জুয়েলারি তে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা। মানে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ক্রয়কৃত সকল ডায়মন্ড জুয়েলারী পরিবর্তন করে নেয়া যাবে কোনো রকম চার্জ ছাড়াই।
এমনি প্রতিটি কেনাকাটায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মেম্বারশিপ কার্ড পাওয়া যাচ্ছে। এছাড়া পাবেন কাষ্টমাইজ গোল্ড কয়েন তৈরী করে নেয়ার সুযোগ যা কর্পোরেট গিফট অথবা নিজস্ব সংগ্রহে রাখার মতো! আরো বিস্তারিত জানতে কল করতে হবে 01610199270 নম্বরে অথবা ভিজিট করতে হবে www.diamondworldltd.com/independence-sale লিংকে।