নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র এক শোক বাণীতে বলেন, নির্মল রঞ্জন গুহ এক সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজনীতি করতেন মানুষের কল্যাণে।’
তিনি আরো বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে তিনি তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতেও কাজ করেছেন।
তাঁর বিদায়ের মধ্য দিয়ে একজন পরিচ্ছন্ন রাজনৈতিকের প্রস্থান হল বলে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।