নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার নাম মো. আব্দুল গফুর মিয়া (৬১)। তিনি ২৮ জুন মারা যান। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ২ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. আব্দুল গফুর মিয়ার বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। তার পাসপোর্ট নম্বর- BY0062202। তার হজ গাইড মো. নোমান সিদ্দিকী, মোনাজ্জেম মোহাম্মদ আবদুছ ছালাম ভূঁইয়া।
এর আগে আরও ছয়জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪), মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ১৭ জুন এবং ২১ জুন আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) মারা যান।