নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম মমতাজ বেগম (৫০)। তিনি হজের নয় দিন পর ১৭ জুলাই মারা যান। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২২ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৭ জন।
আজ সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে আটটায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, মমতাজ বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তার পাসপোর্ট নম্বর EE0210200। তার হজ গাইড মো. নূর আলম সিদ্দিকি, মোয়াল্লেম রাবাহ ফুয়াদ আব্দুল্লাহ আকবর।
এর আগে আরও ২১ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।