নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সোমবার (৩ জুলাই) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন।
পবিত্র হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দু’আ করেন।