300X70
বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হবিগঞ্জের সাগর বাহরাইন দূতাবাসের প্রথম সচিব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ

প্রতিনিধি, হবিগঞ্জ:
মধ্যপ্রাচ্যের বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে কুটনীতিক পদমর্যাদায় প্রথম সচিব হিসেবে যোগদান করেছেন হবিগঞ্জ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কৃতি সন্তান হারুন-অর-রশিদ সাগর।

সম্প্রতি তিনি বাহরাইনে প্রথম সচিব হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।তিনি ৩০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

হারুন-অর-রশিদ সাগর বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত মৎস কর্মকর্তা মোঃ আশ্রাফ আলীর পুত্র। কর্মজীবনে তিনি সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মৌলভীবাজারে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সিনিয়র সহকারী সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক সচিব অশোক মাধব রায়ের একান্ত সচিব হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

চাকুরির পাশাপাশি একজন কৃতি স্কাউটার হিসেবে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাগর চাকুরিতে প্রবেশের পর মনবুশো বৃত্তি নিয়ে জাপান থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স ও জাতিসংঘ ফেলোশীপ নিয়ে সুইডেন থেকে মেরিটাইম অ্যাফেয়ার্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

বাহরাইনে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে আন্তরিকভাবে দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :