ফয়সাল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে বাগানবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সালাম মিয়া (৩৫), তার স্ত্রী সাদিয়া সুলতানা (২৩), মেয়ে হাবিবা আক্তার (২), শ্যালক শিহাব (১৩) ও কুলাউড়া উপজেলার পৃথীমপাশা গ্রামের গাড়িচালক সাজিদ মিয়া (৩৫)।
আহতদের উদ্ধার করতে কাজ করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে সহযোগিতা করছেন স্থানীয়রাও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।