কুড়িগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় আসানীর কুড়িগ্রামেও আঘাত হেনেছে। ফলে হাজারো কৃষকের স্বপ্ন জ্বল জ্বল করে ভাসছে পানিতে।
জানা গেছে, গতকাল শুক্রবার (১২ মে) রাতে তীব্র গতিতে দীর্ঘক্ষণ শিলাবৃষ্টি ফলে খাল-বিল সব ভরাট হয়ে যায়। পানির নিচে ঢুবে যায় পাঁকা ধানের ক্ষেত।
ছয় হাজার টাকা করে বিঘা (৩৩ শতাংশ) করেও ধান কাটার শ্রমিক পাচ্ছে বা মালিকরা।হতশায় ভূগছে হাজারও কৃষক।
কিছুদিন আগেই ৫০০ টাকা দিন মজুরি থাকলে পাওয়া যায়নি তেমন কোনো দিনমজুর শ্রমিক।বিঘা প্রতি চার হাজার টাকা করে নিয়েছিলো কিছু কন্টাক শ্রমিকরা। ফলে মালিকপক্ষ তাদের ধানের কাজ করাতে পারলেও পারেনি নিম্নবর্গের কৃষকেরা।
ধান ক্ষেতে সোনালী ধান দেখে তাদের মুখে হাসি ফুটলেও ধান ঘরে তোলার সাধ্য তাদের ছিলো না।এরই মধ্যে হানা দিলো ঘূর্ণিঝড় আসানী। বাকি আশাটুকুও হারিয়ে ফেললো হতদরিদ্র কৃষকরা।
তারা বলেন, এক বিঘা ধান চাষে যে টাকা খরচ করলাম, ধান বিক্রি করলেও সেই টাকা আসবে না। এখন তো সব গুলো পানির নিচে। ধান চাষ করেউ চলতো পরিবার।এখন তো না খেয়েই হয়তো থাকতে হবে বললেন হতদরিদ্র কৃষক হোসেন আলী।
এছাড়াও নাজমুল হুদা (২৫) বলেন, গত বার দেখলাম কিছু রাজনৈতিক ব্যাক্তিরা তাদের রাজনৈতিক স্বার্থ হাসের উদ্দেশ্য মাঠে গিয়ে লোক দেখানো ধান কাটার কাজ করেছেন। তারা এখন কোথায়??
কৃষদের ধান পানির নিচে। এখন তো তাদের কোনো খবর নাই। তাদের উচিত এই দুঃসময়ে এসব হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর।