নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে এক মাঝির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(১৯ আগষ্ট) দুপুরের দিকে ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ সদস্যরা। নিহত হেজু (১৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মো. বেচুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ১৩জন মাঝি মল্লা নিয়ে মাছ ধরার ট্রলারটি ঠেঙ্গাচরের পশ্চিম পার্শ্বে সাগরে মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১২ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা গেলেও হেজু নিখোঁজ ছিল। বহস্পতিবার দুপুুুরে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে হেজু’র লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।