নোয়াখালী প্রতিনিধি: পুলিশ অভিযান চালিতে নাহিদ উদ্দিন জুনায়েদ (৪০) নামে এক গাঁজাচাষিকে তার বাড়ি থেকে ৫৩০ গ্রাম গাঁজা ও ক্ষেত থেকে ৪০টি গাঁজার গাছ জব্দ করা হয় আটক করেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ওই গাঁজাচাষিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫৩০ গ্রাম গাঁজা ও ক্ষেত থেকে ৪০টি গাঁজার গাছ জব্দ করা হয়।
আটক নাহিদ উদ্দিন জুনায়েদ একই ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে নাহিদ উদ্দিন জুনায়েদকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পেছনে চাষ করা ৪০টি গাঁজার গাছ জব্দ করা হয় এবং বসত ঘরে তল্লাশি চালিয়ে আরও ৫৩০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।
ওসি বলেন, “আটক গাঁজাচাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) তাকে বিচারিক আদালতে পাঠানো হবে।”