300X70
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হারিছ চৌধুরীর মেয়েকে হত্যার হুমকি, জিডি নিয়ে তোলপাড়!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

সংবাদাতা, সিলেট:  সিলেটের আলোচিত রাজনীতিবীদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর পরিবার ফের আলোচনায়। তার মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকির প্রকাশ্য ঘোষণার পর তারই চাচা আশিক চৌধুরীর বিরুদ্ধে জিডি হয়েছে। সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী সিলেটের কানাইঘাট থানায় এই জিডি করেন। রাহাত হলেন হারিছ চৌধুরীর আপন ভাই নাজমুল হোসেন চৌধুরীর ছেলে।
এর আগে রাহাত চৌধুরী গত ২৩ জানুয়ারি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে সেটি আমলে নেওয়া নিয়ে পুলিশের গড়িমসি করার অভিযোগ তুলেছেন রাহাত। অবশেষে গত ২০ ফেব্রæয়ারি রাহাত চৌধুরী কানাইঘাট থানায় সাধারণ ডায়েরিটি করেন। যার নম্বর ১১৭২।
জিডিতে অভিযুক্ত করা হয়েছে- হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরীকে।
এ বিষয়ে মঙ্গলবার রাহাত চৌধুরী জানান, তার চাচাতো বোন সামিরা তানজিন চৌধুরীকে প্রকাশ্যে বক্তৃতায় আশিক চৌধুরী গলা টিপে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি ২৩ জানুয়ারি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি আমলে নেয়নি। এরপর তিনি একাধিকবার থানায় জিডি করতে গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি। পুলিশের পক্ষ থেকে ‘বিষয়টি পারিবারিকভাবে শেষ করুন’ বলে বিদায় করে দেওয়া হয় তাকে।
কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর জানান, থানায় জিডি করেছে রাহাত চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, পুলিশ জিডিটি আদালতে পাঠানোর নির্দেশনা চাইবে। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হবে।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন হুমকি দেন আশিক চৌধুরী। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদগার করেন তিনি। এছাড়া হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুমকি প্রদান করেন। এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেটসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস

আমি আমার স্ত্রীর লাশ নিয়ে রাজনীতি করতে চাই না : শামীম

ধানমন্ডি-মোহাম্মদপুরের ই-ক্যাব আড্ডায় মিললো আরো একটি সুখবর

সড়ক দুর্ঘটনায় আহত এক্সিকিউটিভ প্রডিউসার নাফিজের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বৃহস্পতিবার সর্বজনীন স্কিম পেনশন উদ্বোধন

সবুজ প্রযুক্তির মাধ্যমে আইসিটি খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বারোপ

বাংলাদেশে বিশ্বমানের পরিবেশবান্ধব শিল্পপণ্য উৎপাদিত হচ্ছে : প্রধানমন্ত্রী

কোক স্টুডিও বাংলা, বাংলা সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরতে পার্টনারশিপ করলো স্পটিফাই-এর সাথে

ভূমিসেবা পুরস্কার’: ভূমি সেবা গ্রাহকদের ভালো সেবা প্রদানের স্বীকৃতি

২৫ বছর বয়সে অবসর নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়

ব্রেকিং নিউজ :