প্রতিনিধি, ময়মনসিংহ: বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে সুজন (২৮) ও সুরুজ আলীর ছেলে সুমন (১৬)।
নিহতদের চাচা আবুল হোসেন পাশা জানান, সুজন পাটগুদাম এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী এবং সুমন তার দোকানের কর্মচারী। রাতে সুমনের সঙ্গে নিজের মোটরসাইকেলে করে বাইপাস এলাকায় একটি ভাঙ্গারি দোকানে যাচ্ছিল পাওনা টাকা আনতে। পথে এই দুর্ঘটনার শিকার হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউদ্দিন জানান, রাতে সড়কটি ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে মোটরসাইকেলে করে তারা যাচ্ছিল। ওই মোটরসাইকেলের পেছনেই ছিল দ্রুতগামী বালুভর্তি একটি ট্রাক।
মোটরসাইকেল চালক সুজন তার সামনে হঠাৎ একটি অটোরিকশা দেখতে পেয়ে দ্রুত ব্রেক চাপলে পেছন থেকে ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।