বাঙলা প্রতিদিন ডেস্ক :২১ সেপ্টেম্বর রাত ১২:০১ মিনিট হতে পরবর্তী রাত ১২:০০ টা পর্যন্ত সারা
দেশে মোট ৮টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
এই সমস্ত দুর্ঘটনায় মোট ৬ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। এই সময়ে ঢাকা বিভাগের ঢাকা জেলায় দুর্ঘটনা ঘটেছে ২টি, নিহত হয়েছে ২ জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে দুর্ঘটনা হয়েছে ১টি এবং মারা গেছে ১ জন, নোয়াখালী জেলায় দুর্ঘটনা ঘটেছে ১টি এবং আহত হয়েছে ১ জন। রাজশাহী বিভাগের বগুড়ায় ১টি দুর্ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছে ১ জন।
অন্যদিকে বরিশাল বিভাগের বরিশালে দুর্ঘটনা ঘটেছে ১টি এবং এতে আহত হয়েছে ১ জন। ভোলা জেলায় দুর্ঘটনা ঘটেছে ১টি এবং এতে নিহত হয়েছে ১ জন। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ১টি দুর্ঘটনা সংঘঠিত হয়েছে এবং এতে মারা গেছে ১ জন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। উল্লিখিত তথ্যের বাহিরেও যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তার তথ্য (brtaroadsafety@gmail.com) এই ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।