নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সারা দেশে ৬৪ হাজার পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্হাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও ৪০ হাজার আগ্রহী যুবককে দক্ষ গাড়ি চালক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষন প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা জেলার মিরপুর প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশাজাগানিয়া নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন গণতন্ত্র ও উন্নয়নের রোল মডেল । মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেলের মতো বিভিন্ন মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিতে সমর্থ হয়েছি । বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উন্নয়ন ও গনতন্ত্রের রোল মডেল। আর উন্নয়নের রোল মডেলের মূল শক্তি আমাদের যুবসমাজ। যা মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। আমরা এ বিপুল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে আনতে সময়োপযোগী বিভিন্ন প্রশিক্ষন কর্মসূচি পরিচালনা করছি। একইসাথে যুববান্ধব বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ও যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ সফল যুব উদ্যোক্তাগণ ও প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।