সংবাদদাতা, জয়পুরহাট : পঞ্চগড় রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেন তিলেকপুর রেল স্টেশনে লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জয়পুরহাট রেল স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব বলেন, আমি ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটায় একতা এক্সপ্রেস ঈদের পর ছাদ ভর্তি যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যায়। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ও সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
এতে উভয় দিক থেকে আসা ট্রেনের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। যাত্রীদের কেউ-কেউ বিকল্প পথে তাদের গন্তব্যে রওনা হন।
সান্তাহার জিআরপি থানার ওসি মো. সাকিউল আজম বলেন, ‘সান্তাহার, রানীনগর, আত্রাইসহ কয়েকটি ট্রেন উভয় দিকে স্টেশনে আটকে ছিল। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করছে।