বাহিরের দেশ ডেস্ক: দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে স্পিকার বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা। খবর এনডিটিভির।
গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল পাঠিয়ে পদত্যাগ করেন গোটাবায়া রাজাপাকসে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি সূত্র জানিয়েছে— গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছে পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগের ই-মেইল পাঠান।
স্পিকার বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত।
তিনি লঙ্কান জনগণের উদ্দেশে আহ্বান জানান যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়। যাতে আইনপ্রণেতারা এ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামীকাল শনিবার (১৬ জুলাই) লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে।
দিকে, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে তৈরি হওয়া বিক্ষোভ থামাতে কারফিউ চলছে। রাজাপাকসের দেশ ত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে ক্ষমতা দেন।