নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের ভাষা রক্ষা করার মধ্য দিয়ে একটা জাতি উন্নত জীবন পেতে পারে। আর আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এছাড়া একটা বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আজ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার জন্য মহান আত্মত্যাগ করেছিলেন। মাতৃভাষা রক্ষায় যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়ে গেছে। তিনি বলেন, মাতৃভাষার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নেন, তিনি ছাত্র সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আরো কয়েকটি প্রগতিশীল সংগঠনকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। তিনি আরও বলেন, জাতির পিতার উদ্যোগের ফলে এবং তার নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ দিয়েই আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।
শেখ হাসিনা বলেন, প্রকৃতপক্ষে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৩৮ সালে। যাপ পরবর্তীতে ’৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে রক্তের অক্ষরে আমাদের শহীদরা বলে গিয়েছিলো মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আন্দোলন শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি উদ্যোগ নেন, ছাত্র সংগঠন গড়ে তোলেন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্টা করেন। এবং বেশ কয়েখটি প্রগতিশীল ছাত্র সংসঠন নিয়েই ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। জাতির পিতার উদ্যোগ ও তার নেতৃত্বেই ভাষা আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীণতা পেয়েছি। স্বাধীণ জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই হচ্ছে একটি জাতি রাষ্ট্র, একটি ভাষার রাষ্ট্র। কাজেই সেই মর্যাদাটা আমরা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এরপর থেকেই বাঙালি সংষ্কৃতিটা অনেকবটা হারিয়ে যেতে বসে এমনটি যে যেসব প্রতিষ্ঠানের নাম বাংলায়ে দেয়া হয়েছিলো তা পরিবর্তন করে একটা ভিন্ন ভাষা নিয়ে আসার প্রচেষ্টা চালানো হয়। সেখান থেকে ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে সেই সময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রবাসী সালাম ও রফিকসহ আরো কিছু প্রবাসী ভালোবাসি মাতৃভাষা বলে একটা সংগঠন করে জাতিসংঘে একটা প্রস্তাব দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃবাষা করা যায় কি না। একটি রাষ্ট্রে পক্ষ থেকে প্রস্তাব দেয়ার জন্য আমাদের জানালে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিই। যার কারনে ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজ স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য গৌরবের। এরপর আমরা সারাবিশ্বের মাতৃভাষা যে হারিয়ে যাচ্ছেসেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো সংলক্ষন করা গবেষনা করা…জীবন জীবিকার জন্য অনেক ভাষা হয়তো শিখতে হয়। কিন্তু মাতৃভাষাটাকে সংরক্ষন করা এটা প্রত্যেক জাতির একটা কর্তব্য বলে মনে করি।সেই লক্ষ্য নিয়ে। আমরা একটা সিদ্ধান্ত নিলাম আন্তর্জাতিক মাতৃবাষা ইনস্টিটিউট গেড়ে তুলবো। আজকে সেই ইনস্টিটিউট এখন ইউনেস্কো কর্তৃক ২ ক্যাটাগরিতে আমরা কিন্তু উন্নীত হতে পেরেছি। তিনি ইউনেস্কোর প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, যার নেতৃত্বে ভাংলাভোষার মর্যাদা পেয়েছি, একটি রাষট্র পেয়েছি তার জীবনের কার্যক্রম সেগুলো সংলক্ষনের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে সেজন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই। আমাদের ইতিহাস জানতে হবে। কারন আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ইতিহাস বিকৃত করা হয়। পচাত্তরের পর ইতিহাস বিকৃত করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়ে। এখণ আর সেই দিন নাই। ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। ইতিহাস তার আপন গতিতে চলে। ইতিহাস কিন্তু সময়মতো উদ্ভাসিত হয়। দেশের মানুষ কিন্তু এটা জানতে পেরেছে। তা না হলে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা বীরের জাতি। সেই বিজয় নিয়ে যদি মাথা উচু করে চলতেই না পারি, তাহলে কিসের বিজয় আমরা নিয়ে আসলাম। কিন্তু পঁচাত্তরের পর এমন একটা সময় এসেছিলো বাংলাদেশে যে আমাদের দেশের মানুষ আমরা যে বিজয়ের জাতি সেটা বলতেই ভুলে গিয়েছিলো বা সেই ইতিহাসটা বিকৃত করা হয়েছিলো। তেমনি ভাষা আন্দোলন…১৯৪৮ সাল থেকে যে ভাষা আন্দোলন সেই বাষা আন্দোলনের ইতিহাস কিন্তু বিকৃত করে দেয়া হয়েছিলো। এখন মানুষ জানতে পারছে দেখতে পাচ্ছে। শুধু ভাষার অধিকার কেড়ে নেয়া না, ভাষা বিকৃত করার আঘাতটা এসেছে। সেটটিও কিন্তু আন্দোলণ সয়গ্রাম করে ভাষাকে রক্ষা করতে হয়েছে। আমাদের শিক্ষার জন্য মাতৃভাষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন। মাতৃভাষা শিক্ষা নিতে পারলে সেই শিক্ষাটা গ্রহন কার, জানা-বোঝা অনেক সহজ হয়। কর্মক্ষেত্র যেহেতু এখন সারা বিশ্ব তাই সারা বিশ্বটা এখণ বলতে গেলে এতো কাছে চলে এসেছে যে একে অপরের ওপর নির্ভরশীল। সেখানে আমাদের কর্মক্ষেত্রে অনেক ভাষা শেখার প্রয়োজন আছে। কিন্তু আমি দেখেছি আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী। তাদের জন্য দুটি, তিনটি ভাষা শেখা অনেক কষ্টের কিছু না। অনেকে মাতৃভাষাসহ দু’তিনটি বাষায় কথা বলতে পারে। আমাদের শিক্ষার মাধ্যমটা মাতৃভাষায় হওয়া উচিত। পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষার সুযোগটাও থাকতে হবে। কারন পৃথিবীর সব দেশেই এটা থাকে। কিন্তু দুর্ভাগের্য বিষয় আমাদের সমাজে দেখা যাচ্ছে, স্কুলে পড়াবে, কিন্তু কিন্ডার গার্ডেন শুনলে খুব খুশি হয়, সেখানে পড়াতে হবে। অথচ আমাদের প্রাইমারী শিক্ষার স্কুল বিল্ডিংগুলো নতুনভাবে করে দিচ্ছি, শিক্ষকদের ভালো ট্রেনিং দেয়া হচ্ছে শিক্ষার ভালো ব্যবস্থা আছে। সেটা রেখে ওই নামের পেছনে ছোটা এবং তার জন্য পয়সা খরচ করতে চায়। এটাও আরেকটা বিষয়। সাথে সাথে আবার কোনো পরিবার বিদেশে থেকে এমন হয়ে যায় যে, নিজের মাতৃভাষাটাকে পরিত্যাগ করতে পারলেই যেন বেঁচে যায়। কিছু কিছু পরিবার হঠাৎ করে টাকা পয়সার মালিখ হয়ে গেছে। এখন ইংরেজীতে কথা বলে খুবই দক্ষ হয়ে গেলো। বলা হচ্ছে স্মার্ট হয়ে গেলো। কিন্তু স্মার্ট হতে হলে যে একটা ভাষা শিখতে হবে এটা আমি বিশ্বাস করি না। অনুবাদের ওপর গুরুত্ব দিয়ে সঠিক অনুবাদে জোর দেন। আমারদর মাতুভাষাকে রক্ষা করা চর্চা করা মাতুভাষাকে আরো শক্তিশালী করে আমাদের শিলল্প কলা সাহিত্য সব সারা বিশ্বের ছড়িয়ে দিয়ে বাঙালি জাতি যে তার ভাষার জন্য জীভন দিয়ে গেছেন তা মানুষের সামনে তুলে ধরা এটা আমাদের সকলেল কর্তব্য। আন্তর্জাতিক মাতৃভাষা ও বাংলা একাডেমী একসাথে সাজ করার কথা জানান কথা উলে।লখ করে তিনি বলেন, তাহলে আমরা অধিক পরিমানে শিল্প সাহিত্য কলা সহ বিভিন্ন বিষয় আরো ব্যাপকভাবে জানতে পারবো। জাতিসংঘে জাতির পিতাকে ভাষর দিয়ে বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে আসেন। আমিও যতোবার ভাসন দিযেছি বাংলা ভাষায় ভাসন দিয়েছি। সেটা অনুবাদ করে বিভিন্ন ভাষায় দিয়েছি। আমরা বিজয়ী জাতি আমাদের একটি ভাষা আছে। আমাদের সংষ্কৃতি আছে সেটা সারাবিশ্ব জানুক। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন- প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।