নিজস্ব প্রতিবেদক : গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের ১৮ জন প্রবীণ সদস্যের মৃত্যুতে রোববার সকালে আয়োজন করা হয় এক স্মরণ সভা। প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সি. সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া , কোষাধ্যক্ষ শ্যামল দত্ত , যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম , বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ , সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ,ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, কামরুল ইসলাম চৌধুরী, স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা।
যাদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন ছিল, তাঁরা হলেন : ডিপি বড়ুয়া , রাহাত খান , ফেরদৌস আহমেদ কোরেশী , আবু জাফর পান্না , নুরুদ্দিন ভুঁইয়া , মাশুক চৌধুরী, মুশারফ করিম, রওশন উজ্জামান , ফা্রুক কাজী , খোন্দকার মোজাম্মেল হক, খোন্দকার মোহিতুল ইসলাম, ফজলুন নাজিমা খানম , আবদুল্লাহ এম হাসান , কাজী শামসুল হুদা , আহসান হামিদ , রাশীদ উন নবী, আবদুস শহীদ ও আসলাম রহমান।