গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-সাঘাটা সড়কে ভরতখালী ইউনিয়নের বটতলা পোড়াগ্রাম এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মটর সাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মটর সাইকেল আরোহী জাহিদ মিয়া (৩৫) ও আব্দুল আব্দুল ওয়াহেদ (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাহিদ মিয়ার বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এবং আব্দুল ওয়াহেদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মটর সাইকেল আরোহীরা বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালি যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রæতগামি আসা একটি খালি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ওই দুই ব্যক্তি মারা যান। সাঘাটা থানার এসআই জহুরুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও ড্রাইভার হেলপার পালিয়ে গেছে।