অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন ওয়েবসাইট এবং বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম -স্বপ্নযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিম নামে দুইটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৬ এপ্রিল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে নতুন ওয়েবসাইট ও বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকগণ ব্যাংকের উন্নত সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া এটি ইন্টারেক্টিভ, ইউজার ফ্রেন্ডলি, ডিভাইস অ্যাডাপ্টেবল এবং দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে উপযোগী।
নতুন চালু হওয়া বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম-স্বপ্নযাত্রার আওতায় কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আগ্রহী উদ্যমী ব্যক্তিদের জব ভিসা ক্রয়, এজেন্সি ফি পরিশোধ এবং বিদেশে চাকরির জন্য অন্যান্য সেবা বাবদ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে।
অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিমের আওতায় রোগ নির্ণয় ফি, হাসপাতাল বিল, অপারেশন বিল,ওষুধপত্রের খরচ, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন, চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমনের বিমান টিকেট ক্রয়সহ অন্যান্য চিকিৎসা ব্যয় নির্বাহ বাবদ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে।