নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আমরা অতীব দু:খের সাথে জানাচ্ছি যে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল ১১এপ্রিল, ২০২৩ মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির তাঁর নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশে মুক্তিযুদ্ধ এর প্রাথমিক পর্যায়েই লন্ডনে এফআরসিএস অধ্যয়নকালে চূড়ান্ত পর্ব শেষ না করেই মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধকালীন সময়ে গড়ে তোলেন ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’। দেশ স্বাধীন হওয়ার পরও ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গরীব-নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নাগরিক অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। অসুস্থ শরীরেও তিনি নাগরিকদের বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। তিনি ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক ও সমাজ সংস্কারক। বাংলাদেশের ওষুধনীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তিনি পরিচিত ছিলেন বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের উদ্যমী ব্যক্তিত্ব হিসেবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।