বিনোদন ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে একটি সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মার্গট রবি এবং রায়ান গসলিং। মুক্তি পাওয়ার আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা। ছবি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে দর্শক থেকে প্রেক্ষাগৃহ।
সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতা থেকে আসবাবপত্র। গোলাপি রঙে সাজছে সবকিছু। তবে এবার ‘বার্বি’ থিমে তাক লাগিয়ে দিলো গোলাপি কফিন!
‘নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’র থিমে প্রস্তুত করেছে কফিন। এই আকর্ষণীয় গোলাপি কফিনের ওপর লেখা হয়েছে, ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’
কফিনের একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানিটি বলেছে, যিনি মারা গেছেন তার বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহুর্তগুলোর প্রতিনিধিত্ব করবে এই কফিনটির উজ্জ্বল গোলাপি রঙ। আমাদের মারা যাওয়ার পর আমাদের গল্পগুলো মনে রাখা উচিত সকলের এবং এই গোলাপি রঙ বার বার সকলকে মনে করিয়ে দেবে সেটি। আমাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা ও অবিস্মরণীয় স্মৃতির একটি উদযাপন হবে এই রঙ।
২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বার্বি। মুক্তির পরপরই তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি। আইকনিক গল্পে নির্মিত ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত নির্মাতা গ্রেটা গেরউইগ। এতে অভিনয় করেছেন মার্গট রবি।