নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন কোনো চুক্তি বাংলাদেশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীন অবস্থায় আছি। এতে অনেকের অসুবিধা হতে পারে।
আমরা ব্যালান্সড পলিসি চালিয়ে আসছি। নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো চুক্তিতে যাচ্ছি না।’
তিনি বলেন, ‘আপনারা আমেরিকার পক্ষে তড়িঘড়ি হৈচৈ করেন কেন? আপনারা আমেরিকার হয়ে চাপ দিচ্ছেন। আপনারা দেশের হয়ে ভবিষ্যৎ নিয়ে কাজ করেন।
আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি শক্তির পরামর্শেও চলিনি। আমরা নির্বাচন করব, আমাদের আইনে, শাসনতন্ত্র নিয়মে। নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর হয়, সে জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।
আমরা ভোটার আইডি কার্ড ফটো দিয়ে তৈরি করেছি। কারণ আজিজ মার্কা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট আমরা করতে চায়নি। এ জন্য এখন ফটো আইডি করেছি, আঙুল দেবেন, আপনার ব্যালট বের হবে। একটি উদ্দেশ্য হলো, যাতে ভুয়া ভোট না হয়। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী নির্বাচন কমিশন করেছি।
আমরা আজিজ মার্কা নির্বাচন কমিশন করিনি। তাদের প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনে যত সিকিউরিটি আছে, তারা কোনো দলের প্রতি আনুগত্য থাকলে তাদের টার্মিনেট হবে। নির্বাচন বাতিল করারও ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। এ ধরনের শক্তিশালী নির্বাচন কমিশন বিশ্বের খুব কম দেশে আছে। অন্যান্য দেশে যে সরকার আছে, তাদের নেতৃত্বে নির্বাচন হবে।
ব্রিকস সম্মেলন ইস্যুতে মন্ত্রী বলেন, ‘ব্রিকসের সঙ্গে আলাপ হয়েছে, তারা এবার এক্সপান্সন করবে কি না? ব্রিকস যদি সদস্য পদ অফার করে, তাহলে আমরা নেব। ওরা দাওয়াত দিলে আমরা যাব। ব্রিকস সম্মেলনে ৭০টি দেশের প্রেসিডেন্ট, মন্ত্রীরা উপস্থিত হবেন। এতগুলো দেশের সঙ্গে সাক্ষাৎ হবে।’ এটা একটি ভালো জায়গা বলেও উল্লেখ করেন তিনি।