ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। তাই অনেকেই মনে করছেন রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন কিং লিও। ফুটবলের বিশ্বখ্যাত ওয়েবসাইট গোল ডট কমের সেরা পাঁচ ফেভারিটের তালিকায়ও আছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে কাতারে আরাধ্য বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরার পর ব্যক্তিগত অর্জন নিয়ে আর তেমন মাথাব্যথা নেই মেসির।
এমনকি ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে এগিয়ে থাকাটাও বাড়তি আনন্দ দেয় না তাকে।
শুক্রবার রাতে ইন্টার মিয়ামির সংবাদ সম্মেলনে কথা বলেন মেসি। সেখানে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে অনেকবার বলেছি- ব্যালন ডিঅর গুরুত্বপূর্ণ পুরস্কার নয়। ব্যক্তিগত দিক থেকে সবচেয়ে সুন্দর পুরস্কার কিন্তু আমি কখনোই এটাকে গুরুত্ব দেইনি।
সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের হয়ে কোনো অর্জন। আমি বিশ্বকাপ জিততে পারছিলাম না, সেটি জেতার পর, এখন আমি এমনকি ব্যালন ডি অর নিয়ে ভাবছিও না।
মিয়ামির অধিনায়ক আরো বলেন, ‘বিশ্বকাপ ছিল সবচেয়ে সেরা অর্জন আর এখন আমি সময়গুলো উপভোগ করছি কেবল। সত্যিটা হচ্ছে, আমি ব্যালন ডি অর নিয়ে ভাবছি না।
যদি এটা আসে, তাহলে সুন্দর একটা ব্যাপার হবে। যদি না পাই, কিছুই হবে না। এখন ইন্টার মিয়ামির হয়ে আমার নতুন চাওয়া আছে।