নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসিরকে (মো. মানিক হোসেন) প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে আরডিজেএ। হুমকির ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৪৭৮) তিনি।
বুধবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে আরডিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
মানিক মুনতাসির (মো. মানিক হোসেন) জিডিতে উল্লেখ করেন, ‘২০/০৮/২০২৩ ইং তারিখ সময় বিকাল ৩.৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন খিলগাঁও সি ব্লক এলাকায় অবস্থানকালীন সময় আমার ব্যবহৃত মোবাইল ০১৭১৯২১৭৭৩৩ নাম্বারে আইপি (০৯৬…..) নাম্বার হতে কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।’
বিবৃতিতে আরডিজেএ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।