নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল।
সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স মিলানায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে সবাইকে নিয়েই একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার জননেত্রী শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। আবহমানকাল থেকে চাঁদপুরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে বলে জানিয়েছেন। ভাতৃত্বের বন্ধনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চাঁদপুরকে এগিয়ে নিতে চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, পৌর সাবেক প্যানেল মেয়র সিদ্দিক ঢালী, আওয়ামী লীগ নেতা আসলাম গাজী প্রমুখ।