টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ি) আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-২ (গোপালপুর – ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এমপি, টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পৌর মেয়রগন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।