বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে গতকাল ওয়াপদা গেট এলাকায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছেন।
মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া সকলের নৈতিক দায়িত্ব। যদি পাঁচজনের মুখেও হাসি ফোটাতে পারি সেখানেই সফলতা। ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশপাশের সাধারণ মানুষের পাশে থাকা। তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড, হুমায়ুন কবির সুমন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক খালেদ হোসেন তপু, কাউন্সিলর আলমগীর গাজী ও সমাজসেবক ফারুক হোসেন গাজী।