বাঙলা প্রতিদিন প্রতিবেদক : দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পালিত হবে। পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার পালিত হবে। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, মরক্কো, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।