বাঙলা প্রতিদিন নিউজ : ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এ বিষয়ে কাজ চলছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার রাধানগর ইউনিয়নের আধারমানিক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সাথে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে যেন ভবিষ্যতে এ অঞ্চলের জনগণ আর বন্যায় কষ্ট না পায়। প্রাথমিক ভাবে গৃহ নির্মাণ এবং শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে কারণ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্কুল কলেজ ডুবে যাওয়ায় চেয়ার টেবিল গুলো নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু করতে পারছে না।
সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তথ্যটি সঠিক নয়, সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট স্বাভাবিক রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা তাই আমাদেরকে এ সমস্যার সমাধান করতে হবে। আজ কয়েকজন উপদেষ্টা পার্বত্য এলাকায় যাচ্ছেন সমস্যা সমাধানের জন্য।
নাহিদ ইসলাম বলেন, দেশ সংকটকালের মধ্যদিয়ে যাচ্ছে, এসময় সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে, নানাভাবেই পরিস্থিতি সংঘাত পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তবে বাংলাদেশের জনগণ সতর্ক রয়েছে। পাশাপাশি সরকার এ সকল বিষয় গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
এরপর উপদেষ্টা ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্তদের দাবির প্রেক্ষিতে মুহুরী নদী খনন, স্থায়ী বাঁধ নির্মাণ সহ দ্রুততম সময়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।