জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে দলের প্রেসিডিয়াম সভা ডেকেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আগামী সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির এই নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের। সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।