বাঙলা প্রতিদিন রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ঘিরে বাড়ছে উত্তেজনা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ অবস্থায় পুলিশের আরও একটি দল বঙ্গভবন এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তখন আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেন। পুলিশ সদস্যরা ধাওয়া খেয়ে স্টেডিয়ামের দিকে চলে যান। পরে বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মিছিলসহ শতশত লোক বঙ্গভবনের সামনে এসে অবস্থান নেন।
তারা পুলিশের বিভিন্ন যানে হামলার পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানিয়েছেন।
এরআগে, বিকাল থেকে আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যারিকেডের সামনে অবস্থান নেন।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করে রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।
বঙ্গভবনে ঢুকতে গিয়ে দুইজন গুলিবিদ্ধ :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহমেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫)।
আর সাউন্ড গ্রেনেডে আহত হন আরিফ (২০)। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক তথ্যটি নিশ্চিত করে বলেন, বঙ্গভবনের সামনে থেকে ছররা গুলিতে আহত হয়ে দুইজন এবং সাউন্ড গ্রেনেডে আহত হয়ে একজনকে মেডিক্যালে আনা হয়েছে। পরে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, একদল বিক্ষোভকারী বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পিজিআর সদস্যরা বেরিকেডের সামনে অবস্থান নেয়।