বাঙলা প্রতিদিন, রংপুর : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার ভিত্তি। সকলের উদ্যোগী মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে, যাতে করে আমরা সুশিক্ষিত জাতি উপহার দিতে পারি।
উপদেষ্টা আজ রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘রংপুর বিভাগের বিভাগীয়
কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক
শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ।
উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে সকল প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালুর ব্যবস্থা করা হবে।
এ সংক্রান্ত প্রকল্প একনেকে পাশের অপেক্ষায় রয়েছে। স্কুলের খেলার মাঠ যেন দখল হয়ে না যায়
সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকার সরকারি প্রাইমারি স্কুল
ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় উপ-পরিচালককে নির্দেশনা দেন। তিনি বলেন, আগে
বইয়ের মান খারাপ ছিল-এটা সামগ্রিক দুর্নীতির প্রতিফলন। এবার বইয়ের মান ভালো হবে।
শিক্ষকসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সাইকোলজি টেস্ট এর ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিক
স্কুলে চাকরিজীবীর সংখ্যা মোট সরকারি চাকরির এক চতুর্থাংশ। তাদের সুযোগ সুবিধা, বেতন বৃদ্ধির
বিষয়ে বাজেটের প্রশ্ন জড়িত। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে।
শতকরা দুই ভাগ। এটাকে চার পার্সেন্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়নি। সহকারী প্রধান
শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। সহকারী শিক্ষকরা পদোন্নতি পাবেন। ৩২ হাজার প্রাথমিক প্রধান
শিক্ষকের পদ খালি রয়েছে। সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করা হবে।
বিধান রঞ্জন রায় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ অনেক স্থানে সুন্দর স্কুল আছে, ছাত্র
নাই। কোথাও ছাত্র কম, শিক্ষক বেশি। রংপুর অঞ্চলের ছাত্র শিক্ষক অনুপাত ২৪:১। এটা খুব
ভালো। মানসম্মত শিক্ষা বজায় রাখার জন্য শিক্ষকদেরকে আরো সচেতন হতে হবে। শিশুরা স্কুলে
যাওয়ার আগেই তারা মাতৃভাষা আয়ত্ত করে। মাতৃভাষা লিখতে, পড়তে পারে, বলতে পারে, গণিতের
ভাষা বুঝতে পারে-এভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শরীরচর্চা, সংগীত চর্চা ও চিত্রাঙ্কন
এগুলোতে আগ্রহী সৃষ্টি করতে হবে, নৈতিকতা শেখাতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, প্রাথমিকের সফলতা হলো অধিক সংখ্যক
শিক্ষার্থীকে স্কুলে নিতে পারছি, ঝরে পড়া কমছে। শিক্ষার্থীদের গুণগতমান বিকাশের জন্য গুরুত্ব
দেয়া হচ্ছে। চর অঞ্চলে চরভাতা চালু করার চেষ্টা করা হবে। সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে।
পাঁচ বছরের মধ্যে সব স্কুলে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকের শতভাগ উপবৃত্তি দেই,
কিন্তু সেটা সঠিকভাবে হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা সরকারের প্রাথমিক
বিদ্যালয় থেকে উপবৃত্তি নিচ্ছে, কিন্তু তারা লেখাপড়া করছে অন্যখানে। যে লক্ষ্যে উপবৃত্তি চালু
করা হয়েছিল, তার সুফল আসছে না ।
উপদেষ্টা পরে একই স্থানে ‘মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার
উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
উপদেষ্টা একইদিনে বিকেলে রংপুরে আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায়
‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালার’ সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতা করেন।