বাঙলা প্রতিদিন ডেস্ক ::
ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া
যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে।
আজ রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর কমলাপুরে ঢাকা
রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘বেনাপোল-
ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন দু’টির চলাচল উদ্বোধন করেন।
সপ্তাহে একদিন (সোমবার) বিরতি রেখে ট্রেন দু’টি নিয়মিত রুটে চলাচল করবে। নতুন
চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো
যাবে।
আজ খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) কমলাপুরে ঢাকা
রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ উপদেষ্টা এ দুই জোড়া ট্রেনের
আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করেন। এসময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও
ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম এবং রেলপথ মন্ত্রণালয় ও
বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে
সময় লাগতো ৯ ঘন্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট
অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় সাশ্রয় হবে
যথাক্রমে ৫ ঘন্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘন্টা। ঢাকা-খুলনা ঢাকা রুটে একজন
যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা
শ্রেণিতে ১২০৮ টাকা। বর্তমানে ঐ একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে
হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে
একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্যান্য ক্যাটাগরির
আসনেও অনুরুপভাবে খরচ সাশ্রয় হয়েছে।
#