জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির(৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শেয়ালে লাশ টানাহেঁচড়া করছিল দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের সড়কের পাশে খৈরাটি নামক স্থানে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, লাশ দেখে তারা সনাক্ত করেছে ওই ব্যক্তি প্রায় একমাস আগ থেকে এই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।
কাউকে কিছু না বলে এখানে সেখানে অবস্থান করতো। গত দুই দিন ধরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ১২টার পর ধানক্ষেতে গিয়ে দেখা যায়, কয়েকটি শেয়াল একটি লাশ নিয়ে টানাহেঁচড়া করছে।
এ সময় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি একটি অপমৃত্যু।